বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ৫ টি ফ্রিল্যান্সিং ইনস্টিটিউ

 বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ৫ টি ফ্রিল্যান্সিং ইনস্টিটিউ





যেখানে ফ্রিল্যান্সিং শিখলে আপনার ইনকাম হবেই।শুধু আপনাকে ইনভেস্ট করতে হবে সময়, সময়, আর সময়।তাই বলে কি, আপনাকে সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকতে হবে? না, দিনে তিন থেকে চার ঘন্টা সময় ইনভেস্ট করে আপনি হয়ে যেতে পারেন ভালো মানের একজন উদ্যোক্তা।

 

১. Ordinary It

    এটি রাজশাহীর সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান।

    কাজের ধরন : ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন।

    লোকেশন: রাজশাহী পলিটেকনিকের সামনে

. CodersTrust Bangladesh

·         ধরণ: প্রজেক্ট-ভিত্তিক শেখানো হয়; Freelancing Digital Skills- ফোকাস।

·         লোকেশন: ঢাকাসহ অনলাইন অন্যান্য শহর।

·         খরচ: শুরু হয় প্রায় ,০০০ থেকে।

. Creative IT Institute

·         প্রধান বিষয়: Graphic Design, Animation, UI/UX, Web Design ইত্যাদি ক্রিয়েটিভ কাজ।  

·         পাঠ্যক্রম: Project‐based কাজ, বাস্তব অভিজ্ঞতা দেওয়া হয়।

. PeopleNTech

·         তৈরি করা কোর্স-মডিউল: Creative Graphics Design + Freelancing, Industrial Training ইত্যাদি।

·         সময়: প্রায় - মাস পর্যন্ত; ক্লাস, প্র্যাকটিস, জব প্লেসমেন্ট সহ।

 

. ICT Division’s Learning & Earning Development Project (LEDP)

·         প্রতিষ্ঠান: সরকারের উদ্যোগ।

·         ফ্রি-ট্রেনিং দেয়; জাতীয়ভাবে অনেক জায়গায় প্রদান করা হয়।

·         বিষয়বস্তু: Digital Marketing, Graphic Design, Web Development-এর মতো স্কিল শেখানো হয়।



 এখানে ফ্রিল্যান্সিং শিখলে, আপনার নিশ্চিত ইনকাম শুরু হবে। তবে কত দিনে শুরু হবে, সেটা নির্ভর করবে আপনার নিজের স্কিল এর উপর।আপনি যদি চাকরি করেন, পাশাপাশি ফ্রিল্যান্সিং স্কিল শিখে থাকা আপনার জন্য সেভ একটি বিষয় আর আমি মনে করি, স্টুডেন্টদের জন্য এটি বাধ্যতামূলক।তাই দেরি না করে, আপনার অবসর সময়কে কাজে লাগান। একটি স্মার্ট আয়ের উৎস খুঁজে বের করুন। আর অল্প সময়ে স্মার্ট এমাউন্ট ইনকাম করার উপায় হলো ফ্রিল্যান্সিং।

 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জোবায়ের ব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url